আর দুদিন পর সারা পশ্চিমবঙ্গ জুড়ে হতে চলেছে হৈচৈ, শুধু পশ্চিমবঙ্গ নয় সাথে সমগ্র ভারত। সৌজন্যে টলিপাড়ার হার্টথ্রব প্রযোজক অভিনেতা সুপাস্টার দেবের আগামী চলচিত্র “হৈচৈ আনলিমিটেড।”
আন্তর্জাতিক মঞ্চে বাংলা সিনেমাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে চলেছেন অভিনেতা দেব।
দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের আগামী এই ছবি বাংলা, হিন্দী, ইংরাজী ছাড়াও রুশ, তাজাকিস্তান,
কাজাকিস্তান, উজবেকিস্তান, ইউক্রেন ও আজরাবাইজন ভাষাতেও মুক্তি পাবে। উল্লেখ্য রাজ কাপূর তাঁর প্রথমদিককার কয়েকটি ছবি আন্তর্জাতিক ভাষায় রিলিজ করেছিলেন।
দ্বিতীয়বার দেব একই পথে হাঁটলেন। উজবেকিস্তান সে দেশের কমান্ডো ফোর্স, যুদ্ধবিমান দিয়ে সবরকম সাহায্য করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার কে শ্যুটিংয়ে।
ছবির আয়ের ৫০% উজবেকিস্তান সরকারকে দিয়ে দেবে দেবের প্রযোজক সংস্থা।
এতো গেল ছবির কথা, এবার আসি ছবির প্রমোশন নিয়ে।
কোনো এক সাক্ষাৎকারে দেব বলেছিলেন তাঁর ছবি “হৈচৈ আনলিমিটেড”এর প্রমোশন অভিনব উপায়ে করবেন, সেটা তিনি করে দেখিয়েছেন।
বিশ্বকর্মা পুজোতে ইকো পার্কে ভক্তদের সাথে হৈচৈএর ঘুড়ি ওড়ানোই হোক, আবার যে ইউটউব চ্যানেল “The Bong Guy” দেবের প্রায় সব কটি ছবি নিয়ে ট্রোল করে, মিম বানায়, তাঁকে দিয়ে নিজের ছবির প্রমোশন করিয়েছেন, হালে বলিউডে অক্ষয় কুমার তাঁর ছবি গোল্ডের প্রমোশন করেছেন youtuber আশিস চাচলানির চ্যানেলে, বাংলা সিনেমাতে দেব প্রথম এটা করলেন। দেব দেখিয়েছেন তিনি সবাইকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন এবং তাঁর ছবি যাতে সবাই দেখেন তার প্রচেষ্টা তিনি করেছেন।
অন্যদিকে বারাসাত কলেজ, এপিসি কলেজ, মতিঝিল কলেজের মতো নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান বা South City, Acropolis Mall, CC1, Mani Square এর মতো শপিং মল কে বেছে নিয়েছেন প্রমোশন এর জন্য।
আবার তাঁকে দেখা গিয়েছে লালবাজারে পোস্টার রিলিজ করতে ‘Safe Drive Safe Live’ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সুবাদে। কিছু মজার পোস্টারে তিনি ‘Safe Drive Safe Live’ এর সাথে সাথে ‘হৈচৈ আনলিমিটেড’ এরও প্রমোশন করেছেন।
তবে তাঁর সবথেকে চমকে দেওয়ার মতো প্রমোশন ছিলো (যেটাকে অনেকেই পাবলিসিটি স্ট্যান্ট বলছেন) RJVC Bong নামে একটি প্রমোশনাল ইউটউব চ্যানেল এবং ফেইসবুক পেজের সাথে যৌথ উদ্যোগে একটি ১৫ সেকেন্ডের ভিডিও আপলোড করেন সোশ্যাল মিডিয়াতে, রীতিমতো সোশ্যাল মিডিয়া তে এটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায় দেব একজন ব্যক্তির ওপর খুব রাগারাগি করছেন, সাথে একটু হাতাহাতিও হয়ে যায়। এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার সাথে সাথে কইছি মানুষ দেবের পাশে দাঁড়ান, আবার কেও ওই ওই ব্যাক্তিটির পাশে যাঁর সাথে ঝামেলা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় কেউ ইটা জানতে যায় নি এই ভিডিওর নেপথ্যে কি কাহিনী রয়েছে। দেব রীতিমতো তাঁর ক্যারিয়ার কে দাঁও লাগিয়েছিলেন। কিন্তু পরে হানা যায় পুরোটাই হৈচৈ আনলিমিটেড এর প্রোমোশনের জন্য, কিন্তু এর সাথে সাথে দেব এবং তাঁর টীম সমাজের কাছে একটি বার্তা দিয়ে যান, যে সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখি, বা আমরা না ভাবনা চিন্তা করে যেটা শেয়ার করি সেটার সত্যতা কতটা, বা সেটার প্রভাব কতটা পড়তে পারে।
কিন্তু পরে পুরো ভিডিওটি সবার সামনে আসে, দেব নিজেই সাংবাদিক বৈঠক করে সবার সামনে বিষয়টি তুলে ধরেন। বাংলা সিনেমাতে এই প্রথম জনতার সামনে লাইভ পারফরম্যান্সের মাধ্যমে টাইটেল সং রিলিজ করেছেন দেব। ট্রেলার লঞ্চের আগে মিসড কল এর সিস্টেম করেছিলেন, যাতে হৈচৈএর সমস্ত আপডেট পাওয়া যায়। এছাড়াও টুইটার এ টুইটের মাধ্যমে প্রমোশন করেছেন, টুইটের রিপ্লাই এর মাধ্যমেও করেছেন। এছাড়াও দেবের অভিনব প্রোমোশনের নতুন সংযোজন হৈচৈএর প্রোডাক্ট। T-Shirt, Coffee Mug ও Mouse pad.
আশা করি দেবের নতুন ছবি সুপার ডুপার হিট হবে, এবং দেব তাঁর পরিশ্রম এবং প্রোমোশনের আশানুরূপ ফল পাবেন।
একঝলকে দেখুন #হৈচৈএর ষ্টার কাস্ট…
#দেব,
#খরাজ_মুখার্জী,
#শাশ্বত_চ্যাটার্জী,
#রজতাভ_দত্ত,
#অর্ণ_মুখার্জী,
#কৌশানী_মুখার্জী,
#পূজা_ব্যানার্জী,
#রোজা_পারমিতা_দে,
#কনিনিকা_ব্যানার্জী,
#মানসী_সিনহা।
#Hoichoi_Unlimited is really will b a gr8 film….
Hope everyone will enjoy this…plsss go to ur nearest the atn b a part of a tour of UZBEKISTAN
yeah, sure…
#Hoichoi_Unlimited is really will b a gr8 film….
Hope everyone will enjoy this…plsss go to ur nearest the atn b a part of a tour of UZBEKISTAN
Plsss gv some tym from ur valuable tym to this film….u will nt regret…