Happy Birthday King Khan

জীবনে প্রথম সিনেমা হলের স্ক্রিনে তাঁকে দেখেছিলাম ‘MY Name Is Khan’-এ। তখন স্কুলে পড়তাম, মাল্টিপ্লেক্স কি জানতামও না, আর সামর্থ্যও ছিলো না। শুধু এইটুকু মনে আছে,সিক্স প্যাক-মোটা বাইসেপ অর্থাৎ হিরো মার্কা ইমেজ এই ছবিতে না থাকা স্বত্বেও যখন স্ক্রিনে প্রথমবার ওনার মুখটা ভেসে উঠেছিলো তখন চিৎকারের আওয়াজে পরের কিছু কথা আমি শুনতেই পাইনি ভালো করে। আর হ্যাঁ, মহিলা মহলে তার এই উন্মাদনার কারনটাও সেদিনই বুঝেছিলাম, যখম বেলুন হাতে এক মৃদু ইশারায় কাজলের ( সিনেমায় ওনার প্রেমিকা) দিকে চেয়ে ছিলেন। সত্যি বলছি,কোনো মেয়ের দিকে ওমন করে তাকাতে আমাকে ১০বার জন্ম নিতে হবে হয়তো।
আসলে যে মানুষটা অল্প কিছু টাকা নিয়ে প্রেমিকার টানেই মুম্বাইতে এসে ভারতীয় সিনেমাকে শাসন করবার মানসিকতা দেখিয়েছিলেন, ইতিহাসটা সেদিনই লেখা হয়ে গেছিলো। জনপ্রিয়তা অর্জন করা যতটা সোজা তা ধরে রাখাটা ততটাই কঠিন,যাতে তিনি সফল শুধু না একজন সফলতার প্রতীক।
তার জন্যই আজ হোয়াইট অ্যাপ থেকে ফেসবুকের টাইমলাইন বড্ড তিনি ময়,আর আজকে অনেক ভারতীয়ই আগে ‘SRK-এর জন্মদিন’ তারপর তারিখ হিসাবে ২রা নভেম্বর মনে রাখেন।
তাই তাঁর জন্মদিনে এক ছাপোষা ভারতবাসী কুর্নিশ আর সম্মান জানায় আরেক জনপ্রিয় ভারতবাসীকে। ওনার সুস্থ জীবনের কামনা করি। ?

× Join Us