কেমন মঞ্চস্থ হলো “এক যে আছে কন্যা” ও “সিস্টেম ২” নাটক দুটি?

khidir-pur-rong-berong

আজ গিরিশ মঞ্চে মঞ্চস্থ হলো “খিদিরপুর রং~বে~রং” এর প্রযোজনায় দুটি ভিন্ন স্বাদের নাটক “এক যে আছে কন্যা – An Untold Love Story” ও “System2 – A Man On A Mission “.

“এক যে আছে কন্যা”র আবহ, নাটক, নির্দেশনায় Tanmoy Chandra ও “System2″এর আবহ, নাটক ও সহযোগী নির্দেশনায় Tanmoy Chandra, নির্দেশনায় Anwesha Ghosh.

“এক যে আছে কন্যা” তে নির্দেশক একটি পরিণীতি পেতে চলা ভালোবাসার হটাৎ করেই অন্যের পরিচালনায় ছন্দপতনের কাহিনী তুলে ধরেছেন। যেখানে দেখানো হয়েছে একটি মানুষ তার আধিপত্য বিস্তার করতে একটি সুন্দর ভালোবাসার সম্পর্ক কিভাবে নষ্ট করে দিতে পারে একে অন্যের কাছে মিথ্যে কথা বলে। অভিনয়ে Tanmoy দার সাথে পাল্লা দিয়েছেন এই নাটকের নায়িকা Anwesha। সেই অপরিণত ভালোবাসা শেষ পর্যন্ত পরিণীতি পায় কিনা দেখার জন্য দেখে আসতে পারেন এই সুন্দর নাটক।

এক যে আছে কন্যা নাটকের একটি দৃশ্যে তন্ময় ও অনেষ্বা, ছবি : শুভেন্দু পান

দর্শক হিসেবে এই নাটকে Tanmoy দা এবং Anwesha অনবদ্য। কিন্তু ব্যাক্তিগত ভাবে আমার Anwesah র emotion, Expressions দারুন লেগেছে।

“System2” তে নির্দেশক বর্তমান সমাজের একটি খুব গুরুত্বপূর্ণ দিক দুর্নীতি কে তুলে ধরেছেন। কয়েক শ্রেণীর মানুষ কিভাবে দেশকে ঠকাচ্ছে, দেশের জনগণকে ঠকিয়ে দেশকে কিভাবে বিপদে ঠেলে দিচ্ছে সেটা দেখিয়েছেন। দুই প্রধান চরিত্রে Tanmoy দা এবং Susovan অনবদ্য।

সিস্টেম ২ নাটকের একটি দৃশ্যে সুশোভন , ছবি : শুভেন্দু পান

দর্শক হিসেবে এই নাটক দুটি নিয়ে আমার কিছু মন্তব্য
১) মঞ্চসজ্জা ও আলোকসজ্জা অসাধারণ
২) অভিনেতা ও নির্দেশক হিসেবে Tanmoy দা অনবদ্য
৩) এক যে ছিল কন্যা তে Anwesha এর অভিনয় খুবই ভালো।
৩) System2 যে Anwesha র নির্দেশনা ভালোই, আমার মনে হয় পরের শো তে আরো কিছু পরিবর্তন দেখতে পাবো।
৪) System2 তে Susovon দারুন অভিনয় করেছে, Expression দারুন। Tanmoy দা তো অসাধারণ

× Join Us