শুধুমাত্র মহানগরীতেই সীমাবদ্ধ না থেকে খিদিরপুর রং বেরং এবার নাটকের রং ছড়িয়ে দিতে পাড়ি জমালো জেলায় জেলায়।
গত ৫ই জানুয়ারি’১৯ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল টাউন হলে সুশোভন মন্ডল এবং প্রাণেশ ভট্টাচার্যের ব্যবস্থাপনায় মঞ্চস্থ হয়ে গেলো খিদিরপুর রং বেরঙের প্রযোজিত ২টি নাটক “সিষ্টেম ২ (আবহ, নাটক ও সহযোগী নির্দেশনা Tanmoy Chandra, নির্দেশনা Anwesha Ghosh)” ও “ওঁম চলচিত্র চিৎপটাং (আবহ, নাটক ও নির্দেশনায় Tanmoy Chandra)”।
ঘাটালে এই প্রথম কোনো পেশাদার নাট্যদলের নাটক মঞ্চস্থ হলো। ঘাটালের এই নাটক নিয়ে দর্শকদের মধ্যে যে ভালোই উন্মাদনা ছিল সেটা হলের দর্শকের সংখ্যা দেখেই বোঝা যায়।
সাধারণ দর্শক ছাড়াও কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই নাটক দেখতে। নাটকের শেষে সম্মানীয় অতিথিদের সম্বর্ধনা দেওয়া হয় খিদিরপুর রং বেরঙের তরফ থেকে। পাশাপাশি খিদিরপুর রং বেরঙের দুই নির্দেশক “তন্ময় চন্দ্র” ও “অন্বেষা ঘোষ” কেও সংবর্ধিত করা হয়।