ফটোগ্রাফার বনাম চিত্রশিল্পী ও আমাদের মানসিকতা

আজ হোটেলে খেতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা হলো।

এক চল্লিশোর্ধ ভদ্রলোক, আমার ঠিক পাশের চেয়ারেই বসেছিলেন। বসে বসে তিনিও ফেসবুকে নিউজফিড স্ক্রল করছেন, আর আমিও, খাবার দেরি করে আসছে বলে। হঠাৎই উনি মুখে একরাশ বিরক্তি নিয়ে বলে উঠলেন, “আজ কালকার ছেলে মেয়েরা সব উচ্ছন্নে গেছে, ফেসবুকে যত সব বেলেল্লাপোনা।” আমি একটু কৌতুহল বশত জিজ্ঞেস করলাম কি হয়েছে, কারণ আমিও তো আজকালকার ছেলেমেয়েদের মধ্যেই পড়ি। তো ভদ্রলোক আমাকে তাঁর ফেসবুকের ওয়াল দেখালেন, দেখলাম এক সুন্দরী মহিলার অর্ধনগ্ন ছবি, ছবিতে ছবিওয়ালার নাম ওয়াটারমার্ক করে দেয়া আছে, বুঝলাম যে এরা কোনো পেশাদার মডেল অথবা কেউ নিছকই ফটোশুট করার জন্য করেছে। ভদ্রলোক যথারীতি মডেল মেয়েটি আর ওই ফটোগ্রাফার এর চোদ্দগুষ্ঠি উদ্ধার করে দিলেন। সাথে এখনকার আর ওনাদের সময়কার ছেলে মেয়েদের সাথে তুলনা, ব্লা ব্লা ব্লা। ঠিক তখনই ওনার গলার সুর পাল্টে গেল, আমাকে একটা ছবি দেখিয়ে ছবিটার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। দেখলাম একটি সম্পূর্ন নগ্ন পেন্টিং। যিনি ছবি এঁকেছেন তার শৈল্পিক ক্ষমতার কি দারুন প্রশংসা করলেন। কথায় কথায় জানতে পারলাম, ওই ভদ্রলোকটি একজন পেইন্টার। উনিও তুলির টানে ক্যানভাস রাঙিয়ে তোলেন।

আমি অবাক হলাম ওনার মানসিকতা দেখে, সমস্যাটা কোথায়!! ছবি আঁকা, আর ছবি তোলা দুটোই তো শিল্প। যেখানে একজন মডেল সম্পূর্ন নগ্ন হয়ে পোজ দিচ্ছেন, তাঁকে মডেল বানিয়ে শিল্পীরা নিখুঁত তুলির টানে তাঁদের পোট্রেট বানাচ্ছেন, সেখানে কোনো নোংরামি নেই, সেখানে শিল্পকলা আছে, আর সেই মডেলই যদি ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তোলেন, সেখানে নোংরামি আসে কথা থেকে??
নাকি সমস্যাটা দুটো শিল্পের ধরণের? ক্যামেরা ভার্সেস রং, তুলি, পেন্সিল!!!
কারোর কাছে উত্তর থাকলে জানাবেন….।

।। ©শুভেন্দু ।।

***Picture is taken from google***

× Join Us