গত ২৮শে ডিসেম্বর শিশির মঞ্চে মঞ্চস্থ হয়ে গেল “শান্তনু চক্রবর্তীর” নির্দেশনায় “নবাঙ্কুর” নাট্যদলের প্রযোজনায় খুদে সদস্যদের দ্বারা অভিনীত নাটক “সিলেবাসে নেই”।
বর্তমান সমাজের কিছু উচ্চবিত্ত নিম্নবিত্ত ভেদাভেদ নিয়ে যেতে থাকা মানুষের মুখবন্ধ করে দেওয়ার মত একটি নাটক এই “সিলেবাসে নেই”। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও মানুষের মনে এই যে বিভেদ এবং সেইসঙ্গে সন্তানদের মধ্যে এইধরনের মানসিকতা তৈরী করা যে কতটা ভয়ঙ্কর তা পদে পদে বুঝিয়ে দিয়েছে এই নাটকটি।
এছাড়াও এই সমাজে ধনী দরিদ্র নির্বিশেষে সকলেরই যে পড়াশুনা করার সমান অধিকার আছে তাও বুঝিয়ে দেয়া হয়েছে নিখুঁতভাবে। নাটকটির একটি কেন্দ্রীয় চরিত্র যার একটা ভালো নাম পর্যন্ত নেই সে ভালো স্কুলে ভর্তি হতে চায় কিন্তু এই সমাজ তাকে মেনে নিতে অক্ষম। তারপরেও নিজের গুণের জোরে সমস্ত প্রতিকূলতা জয় করে কিভাবে সে স্কুলে ভর্তি হয় কিংবা আদৌ ভর্তি হতে পারে কিনা সেই নিয়েই এই গল্প।
এই নাটকের মাধ্যমে নির্দেশক শান্তনু বাবু সমস্ত অবিভাবক ও শিক্ষার্থীদের একটি সুন্দর বার্তা দিতে চেয়েছিলেন এবং সঠিকভাবে সেটি দর্শকদের মধ্যে পৌঁছেও দিয়েছেন।
নাটক – “সিলেবাসে নেই”
রচনা, মঞ্চ, আবহ, প্রয়োগ ও নির্দেশনা – “শান্তনু চক্রবর্তী”
অভিনয়ে – “অঙ্কন, প্রত্যুষা, তীর্থঙ্কর, সমান্বিতা, সমিহা, অদ্রিজা, শুভমজিৎ, সুমনা, শুনিষ্কা, সৌহার্দ্য, লিসা, শ্রেয়সী, ঐশীক ও
অবন্তিকা”